ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

স্বাস্থ্যবিধি না মানায় রাজবাড়ীতে ২১ জনকে জরিমানা 

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৫৪, ২৬ নভেম্বর ২০২০

রাজবাড়ীতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে সপ্তাহব্যাপী জনসচেতনতা সৃষ্টি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার শেষ দিন ছিল আজ।  

বৃহস্পতিবার জেলা শহরসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় ২১ জনকে জরিমানা করা হয়। পাশাপাশি জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
 
রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, আসাদুজ্জামান ও হারুন অর রশিদ পৃথকভাবে জেলা শহরের বড় বাজার, রেলগেট, পান্না চত্বর, বড়পুল, শ্রীপুর, সদর উপজেলার চন্দনী ও আফড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ২১ জনকে ৪ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি