ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

হাতিয়ায় বর-কনেবাহী ট্রলার ডুবি : আরও ২ জনের লাশ উদ্ধার 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৭, ১৯ ডিসেম্বর ২০২০

নোয়াখালীর হাতিয়ার উপকুলীয় মেঘনায় ট্রলার ডুবির পঞ্চম দিনে আজ শনিবার ভোরে আরও ২ জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ নিয়ে ওই ঘটনায় ১০ জনের লাশ উদ্ধার করা হল। এখনও নিখোঁজ ৫ জন। 

নতুন করে লাশ উদ্ধার করা হয় শিশু নিহা ও জাকিয়া বেগমের। এর মধ্যে নিহার লাশ টাংকির খাল সংলগ্ন মেঘনা নদী থেকে এবং জাকিয়া বেগমের লাশ মনপুরার কলাতলী এলাকা থেকে উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত লাশ দুটি হাতিয়ার চানন্দী ইউনিয়নের নাসির উদ্দিনের স্ত্রী জাকিয়া বেগম ও একই এলাকার রিয়াজ উদ্দিনের মেয়ে নিহা বলে নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন। 

নিখোঁজ শিশুদের উদ্ধারে কোস্টগার্ডের ডুবুরিদল মেঘনা নদীতে উদ্ধার অভিযান এখনো অব্যহত রেখেছে বলে জানিয়েছেন কোস্টগাডের হাতিয়া স্টেশন কমান্ডার লে. তাহসিন রহমান। 

এদিকে গত দুদিনে তিনজনের লাশ উদ্ধারের পর বাকি পাঁচ শিশুর সন্ধান পাওয়ার জন্য স্বজনদেও আহাজারী বাড়ছে। 

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর বর-কনেসহ বরযাত্রীবাহী একটি ট্রলার হাতিয়ার চানন্দী ইউনিয়নের নলেরচরঘাট থেকে ঢালচর সংলগ্ন মনপুরা কলাতলী এলাকায় যাওয়ার পথে হাতিয়া উপকূলে স্রোতের তোরে ডুবে যায়। ওইদিন ৪২ জনকে জীবিত ও নববধূ তাছলিমাসহ ৭ জনের লাশ উদ্ধার করা হয়।
এআই/ এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি