ঢাকা, রবিবার   ০৯ নভেম্বর ২০২৫

পাবনায় মুজিববর্ষ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ 

পাবনা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৭, ২৭ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৬:০১, ২৭ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাবনায় শীতবস্ত্র বিতরণ করেছে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড। 

আজ রোববার সকালে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড প্রাঙ্গণে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব  ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মেজর (অব.) এ কে এম আনিসুর রহমান।  এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুন মাহমুদ ফিরোজ চৌধুরী। 

পরে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড চত্বরে বৃক্ষরোপণ, বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে ২শ’ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি