ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

শীতে বিপর্যস্ত উত্তর ও পশ্চিমাঞ্চলের জনজীবন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ২৯ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

হিমেল হাওয়ায় কাঁপছে দেশ। দিনে কুয়াশার মাত্রা কিছুটা কমলেও কনকনে বাতাসে বাড়ছে শীতের মাত্রা। বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষের জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও ছিন্নমুল মানুষ। 

উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে বেশ কয়েকদিন ধরেই শীত অব্যাহত রয়েছে। দিনে কুয়াশার মাত্রা কিছুটা কমলেও বইছে হিমেল বাতাস। বিপাকে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমুল মানুষ।

এলাকাবাসীরা জানান, ঠাণ্ডার মধ্যে ঘর থেকে বের হতে পারি না। কিছু করতেও পারছি না।

গাইবান্ধায় ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। শীতের কারণে বেশি কষ্ট পোহাচ্ছেন বয়স্ক ও শিশুরা।

চুয়াডাঙ্গায় বইছে মাঝারী শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

ঠাকুরগাঁও জেলায় চলছে মাঝারী থেকে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় দুর্ভোগে শ্রমজীবী মানুষ।

স্থানীয়রা জানান, কয়েকদিন কুয়াশা কম ছিল, আজকে যেরকম কুয়াশা পড়েছে তাতে কিছু দেখার পরিস্থিতি নাই। আমাদের এলাকায় এ পর্যন্ত কোন কম্বল বা শীতবস্ত্র দেওয়া হয়নি। 
      
তীব্র ঠাণ্ডা আর কনকনে বাতাসে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন এসব অঞ্চলের মানুষ। 

ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি