ঢাকা, রবিবার   ০৯ নভেম্বর ২০২৫

রাজশাহীতে হুজি কমান্ডারসহ ২ জঙ্গি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৮, ৩০ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৫:৪৮, ৩০ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

হরকাতুল জিহাদ হুজির রাজশাহী ও খুলনার আঞ্চলিক কমান্ডারসহ দুইজনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর পুলিশ। আজ বুধবার ভোরে নগরীর খড়খড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে অটোরিকশা থেকে তাদের গ্রেফতা করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই উদ্ধার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা থানার পুরন্দপুর গ্রামের মুফতি ইব্রাহীম খলিল (৪১) ও নোয়াখালি জেলার কোম্পানীগঞ্জ থানার আব্দুল আজিজ নোমান (২৩)। এদের মধ্যে মুফতি ইব্রাহিম খলিল হুজির আঞ্চলিক কমান্ডার এবং আব্দুল আজিজ নোমান সমন্বয়কারী।

দুপুরে মহানগর পুলিশের সদর দপ্তরে তাদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। 

তিনি বলেন, ‘কারাগারে থাকা হুজি নেতা আতিকুল্লাহ ওরফে জুলফিকারের নির্দেশনায় দুবাই ও মধ্যপ্রাচ্য থেকে অর্থ এনে সংগঠন গতিশীল করতে তৎপরতা চালিয়ে আসছিল গ্রেফতারকৃত মুফতি ইব্রাহিম খলিল ও আবদুল আজিজ ওরফে নোমান। সেই ধারাবাহিকতায় তারা ভোরে গোপন বৈঠকে যোগ দিতে ভোরে রাজশাহীতে আসে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সড়ক থেকে তাদের গ্রেফতার করে।’

এআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি