ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

মোংলায় আচারন বিধি লংঘনের দায়ে অর্থদণ্ড

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৯, ২ জানুয়ারি ২০২১ | আপডেট: ২২:১৮, ২ জানুয়ারি ২০২১

মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে আচরনবিধি লংঘনের অভিযোগ উঠেছে দুই কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে। শনিবার (২ জানুয়ারী) বিকেলে পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ বাহাদুর মিয়া ও শেখ জাহাঙ্গীর হোসেনের কর্মিদের মাঝে মারমারি হলে এই অভিযোগ ওঠে। এসময় তাদের কর্মিদের অর্থ দন্ড দেওয়া হয়।  

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নয়ন কুমার রাজবংশি ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই প্রার্থীর দুই কর্মি ছাব্বির (১৯) ও মনিরকে (৩০) তিন হাজার করে ছয় হাজার টাকার এই অর্থ দন্ড দেয়। 

মোঃ ছাব্বির মাদ্রাসা রোডের আনোয়ার শেখ এবং মোঃ মনির গুচ্ছ গ্রামের ফরহাদ সর্দারের ছেলে বলে জানা গেছে। 

এদিকে জরিমানার সময় দুই কাউন্সিলর প্রার্থী মোঃ বাহাদুর মিয়া ও শেখ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। তাদেরকেও সাবধান করে নির্বচনী আচারনবিধি মেনে চলার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নয়ন কুমার রাজবংশি। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি