ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

দুর্নীতির অভিযোগে ঠাকুরগাঁওয়ের ৫ শিক্ষককে দুদকে তলব

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 

প্রকাশিত : ১৭:৪১, ১০ জানুয়ারি ২০২১

দুর্নীতির অভিযোগে ঠাকুরগাঁও জেলায় কর্মরত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫জন শিক্ষককে নানা অভিযোগের দায়ে দুদকে তলব করা হয়েছে। 

এ ব্যাপারে রবিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপ সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম স্বাক্ষরিত একটি স্মারক চিঠি ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হয়।

দুদকের সে চিঠি থেকে জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক দুর্নীতি, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, শিক্ষক হয়রানি, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে জিপিএ ৫ ও বৃত্তি পাইয়ে দেওয়াসহ নানা রকম অভিযোগে ১৫ জন শিক্ষককে দুর্নীতি দমন কমিশনে এ তলব করা হয়। দুদক কর্তৃক তলব পাওয়া শিক্ষকরা হলেন, সঞ্জীব কুমার বর্মন, একে এম মিজানুর রহমান, ইয়াসিন আলি, আজহার আলী, প্রফুল্ল কুমার বর্মন, রমজান আলী, গৌরাঙ্গ দাস, আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, রফিকুল ইসলাম, ইমাম গাজ্জালী, জহরুল ইসলামসহ মোট ১৫ জন। 

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও প্রাথমিক জেলা শিক্ষা অফিসার হারুন অর রশিদ বলেন, ১৫ জনকে দিনাজপুর দুদকে তলবের বিষয়টি আমি জানি।’

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি