ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

এমসি কলেজে ধর্ষণ মামলার অভিযোগপত্র গ্রহণ

সিলেট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৩, ১২ জানুয়ারি ২০২১

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণের মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। 

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় অভিযোগপত্রের উপর শুনানী শেষে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক চৌধুরী অভিযোগপত্রটি আমলে নেন। 

অভিযুক্তরা হলেন- সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন আইনুল, মিসবাউল ইসলাম রাজনক, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম। এই আট আসামিই বর্তমানে কারাগারে আছে।

এর আগে গত ১০ জানুয়ারি একই আদালতে বাদী পক্ষের আইনজীবী অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময় চাইলে আদালত দুই দিনের সময় দেন। 
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি