ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪

মোংলা বন্দর কর্তৃপক্ষের নির্দেশ মানে না শিপিং এজেন্ট?

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৮, ১৩ জানুয়ারি ২০২১

মোংলা বন্দরের অদূরে হিরণপয়েন্টে মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নোঙ্গর করে ‘ইউনাইটেড কিংডম পতাকাবাহী জাহাজ এমভি রেজুলেট-বে’ নামে বিদেশী জাহাজ। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স সামুন্দা শিপিং। 

ওই জাহাজের নিরাপত্তার কাজে নিয়োজিত ওয়াচম্যান বুকিংয়ের নিয়ম থাকলেও সামুন্দা শিপিং সেটি করেননি। এ নিয়ে বন্দরের ৩০৭ জন ওয়াচম্যানের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এর আগে গত ৬ ডিসেম্বর বন্দরে আসা আরও একটি বিদেশী জাহাজে ওই শিপিং এজেন্টটি ওয়াচম্যান বুকিং দেননি। 

এ ব্যাপারে সামুন্দা শিপিং এজেন্টের উপদেষ্টা মো. লিয়াকত আলী বলেন, ‘জাহাজের ক্যাপ্টেন জাহাজে ওয়াচম্যান না নিলে আমাদের কিছু করার নেই।’ 

তবে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন বলেন, ‘বন্দরের বিভিন্ন সভায় জাহাজে ওয়াচম্যান নেয়ার সিদ্ধান্ত আছে, এ ক্ষেত্রে নিয়ম না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. মোস্তফা কামাল বলেন, ‘স্থানীয় শিপিং এজেন্ট সামুন্দা শিপিংয়ের কর্মকর্তাদের গত ৬ ডিসেম্বর আসা বিদেশী জাহাজ ‘এমভি ডেনিজ এম’ এ ওয়াচম্যান বুকিং দিতে চিঠি দিয়ে জানানো হলেও তারা কথা শোনেননি।’ আবারো তাদের কড়াভাবে বলা হবে বলেও জানান তিনি। 

এদিকে বিদেশী জাহাজে ওয়াচম্যান বুকিং না নেয়ায় ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে ওয়াচম্যানদের মাঝে। মোংলা বন্দর ষ্টিভিডরিং ওয়াচম্যান ওয়েলফেয়ার সংঘের সাধারণ সম্পাদক মো. বাবুল ফকির বলেন, ‘এ ব্যাপারে বন্দরের চেয়ারম্যান, হারবার মাষ্টার ও ট্রাফিক কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি। ব্যবস্থা নেয়া না হলে আন্দোলন করা হবে।’
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি