ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

শ্রীপুরে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ  

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১১:১৩, ১৬ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

শান্তিপূর্ণ ভোটগ্রহণের মধ্যদিয়ে চলছে গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচন। আজ শনিবার সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়বে আশা করছেন সংশ্লিষ্টরা। সবগুলো কেন্দ্রে ইভিএম ভোট নেয়া হচ্ছে। 

নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ২৬টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ৬৭ হাজার ৯৩৫ জন ভোটার। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি