ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২০, ২০ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অন্তত ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী।

কালিয়াকৈরের খারাজোরা এলাকার মহাসড়কে ফ্লাইওভারের নির্মাণ কাজ চলমান থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানায় পুলিশ। 

ফ্লাইওভার নির্মাণ কাজের কারণে চার লেনের সড়কে এখন দুই লেইন দিয়ে যানবাহন চলাচল করায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হয়। তবে আজ ওই যানজট মাত্রাতিরিক্ত রূপ ধারণ করেছে।

সুত্রাপুর থেকে শুরু করে চন্দ্রা মোড় পার হয়ে আরও কয়েক কিলোমিটার জুড়ে লেগে আছে এই যানজট। 
এএইচ/এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি