ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

পটুয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, আহত ১০

পটুয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০২১

পটুয়াখালীর ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকদের ওপর দুই দফা হামলা চালিয়েছে নৌকার কর্মীরা। এতে স্বতন্ত্র প্রার্থী ওয়াদুদদ সিকদার (৪৫)-সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সোনখোলা গ্রামে এবং দুপুরে বরকতীয়া মৃধা মার্কেটে এসব হামলার ঘটনা ঘটে। 

স্থানীয়রা গুরুতর আহত ওই প্রার্থী ও তার কর্মী রাকিবুল ইসলাম (২৬)-কে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা (সেবাচিম) হাসপাতালে প্রেরণ করেন।

স্বতন্ত্র প্রার্থী ওয়াদুদ সিকদার জানান, ‘মঙ্গলবার দুপুরে তিনি তার কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় মৃধা মার্কেটে গেলে নৌকার বেশ কয়েকজন কর্মী তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি এবং তার বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে সন্ধ্যায় তিনি সোনখোলা গ্রামে নির্বাচনী প্রচারণায় গেলে নৌকার প্রায় অর্ধশত নেতাকর্মী তাদের উপর ফের দ্বিতীয় দফায় হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থী ওয়াদুদসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়।’
 
এ বিষয়ে নৌকা সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ‘মুঠোফোনে উভয় পক্ষ পরস্পর বিরোধী অভিযোগ করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এআই/ এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি