ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ফতুল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তার পাশে পরে থাকা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে  কাশিপুর হাটখোলাস্থ পঞ্চবটি-মুন্সিগঞ্জ সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোরের দিকের কোন এক সময়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে যুবকটি মারা যায়। লোক মুখে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ আসলাম হোসেন জানায়,সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়েছে। তার নাম সোহেল বলে জানা গেলেও পূর্ণাঙ্গ পরিচয় বা ঠিকানা পাওয়া যায়নি। তবে স্থানীয়রা তাকে জানিয়েছে যে নিহত যুবক মাদকাসক্ত এবং ভারসাম্যহীন ছিল। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত যুবকের বয়স ৩০ থেকে ৩২ হবে বলে তিনি জানান।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি