ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

১৭ বছর পর উল্লাপাড়া আ’লীগের সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রকাশিত : ০৯:৪৪, ২৭ ফেব্রুয়ারি ২০২১

১৭ বছর পর আজ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। শনিবার শহরের মোমেনা আলী বিজ্ঞান কলেজ মাঠে ত্রি-বার্ষিকী এ সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। 

সম্মেলনকে জাঁকজমকপূর্ণ করতে দলীয় প্রধান কার্যালয়, গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে আলোকসজ্জাসহ বিভিন্ন স্থানে রঙিন পোস্টার সাজানো হয়েছে। অপরদিকে, সম্মেলনকে কেন্দ্র করে কে হচ্ছেন আগামী দিনের সভাপতি ও সাধারণ-সম্পাদক তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।
 
স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানান, গত ১৭ বছর আগে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সন্মেলন হয়েছিল। সে সম্মেলনে খ.আ.ম. জাকারিয়া সভাপতি  ও সাবেক এমপি শফিকুল ইসলাম ( শফি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এবারের সম্মেলনে নতুন কমিটিতে পদ পদবীর আশায় অনেকেই লবিং তদবির শুরু করেছেন। এসব নেতারা জেলা ও ঢাকাতে কেন্দ্রীয় নেতাদের আশীর্বাদ পেতে নানা তদবির শুরু করেছেন। ইতোমধ্যে আগামীতে নতুন কমিটিতে আরও যারা প্রার্থী হতে পারেন এমন অনেকেরই নামের গুঞ্জন শোনা যাচ্ছে। তাদের মধ্যে ফয়সাল কাদের (রুমি) ও সাবেক এমপি শফিকুল ইসলাম (শফি) সভাপতি পদে এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া সাংগঠনিক সম্পাদক এস. এ কামাল, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে. এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছামাদ তালুকদারসহ আরও অনেকেই। নির্বাচন পরিচালনা করবেন মোস্তফা কামাল খান।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি