ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

জয়পুরহাট পৌরসভার মেয়র হলেন মোস্তাফিজুর রহমান 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৮, ২৮ ফেব্রুয়ারি ২০২১

মোস্তাফিজুর রহমান মোস্তাক

মোস্তাফিজুর রহমান মোস্তাক

Ekushey Television Ltd.

পঞ্চম ধাপে জয়পুরহাট পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে জয়পুরহাট পৌর নির্বাচনে বেসরকারীভাবে দ্বিতীয়বারের মতো মেয়র হিসেবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক। 

মোস্তাক নৌকা প্রতীক নিয়ে ২৪ হাজার ৪৯০ ভোট পেয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি’র অধ্যক্ষ শামছুল হক ধানের শীষ মার্কায় পেয়েছেন ৪ হাজার ১৬১ ভোট। অপর প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী বেদারুল ইসলাম বেদিন তিনি পেয়েছেন ৫৫৮ ভোট, আরেক স্বতন্ত্র প্রার্থী হাসিবুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৫২৫ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ডা. মুহাম্মদ জহুরুল হক পেয়েছেন ৪১২ ভোট।

ওয়ার্ডে বিজয়ী হলেন, ১নং ওয়ার্ড মো. ওলিউজ্জামান বাপ্পি, ২নং ওয়ার্ড মো. সাহেদুল আহসান সোহেল, ৩নং ওয়ার্ড জাকির হোসেন মোল্লা, ৪নং ওয়ার্ড সেলিমুর রহমান বাবুল ৫নং ওয়ার্ডে ইকবাল হোসেন সাবু, ৬নং ওয়ার্ডে মামুনূর রশিদ মামুন, ৭নং ওয়ার্ডে মতিয়ার রহমান বাবু, ৮নং ওয়ার্ডে নূর আলম সিদ্দিকী, ৯নং ওয়ার্ডে মো. হায়দার আলী পলাশ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ১,২,৩ নং ওয়ার্ডে ঝর্ণা, ৪,৫,৬ নং ওয়ার্ডে পাপিয়া,৭,৮,৯ নং ওয়ার্ডে মুন্নুজান। বিএনপির মেয়র প্রার্থী অধ্যক্ষ শামছুল হক নানা অনিয়মের অভিযোগ তুলে আজ বেলা দেড়টার সময় তার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বলেন, প্রহসনের এ নির্বাচন গ্রহণ বা বর্জন নয় অবিলম্বে পূন:নির্বাচন দিতে হবে।
 
আওয়ামী লীগের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, নির্বাচন সুন্দর হয়েছে। বিএনপি সব সময় মিথ্যা অভিযোগ করে থাকে। 

জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম তথ্য নিশ্চিত করে জানান, জয়পুরহাট পৌরসভায় এই প্রথম ভোট নেয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে(ইভিএমে) পদ্ধতিতে।

উল্লেখ্য, জয়পুরহাট পৌর নির্বাচনে ৯ টি ওয়ার্ডে মোট ভোটার ৫২ হাজার ৪ শত ৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৬ শত ১৭ জন, নারী ভোটার ২৬ হাজার ৮ শত ৫৬ জন। এখানে মেয়র পদে ৫ জন, সাধারন কাউন্সিলর পদে ৭০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি