ঢাকা, রবিবার   ০৯ নভেম্বর ২০২৫

সরাইলে সার্ভার সমস্যায় ভোগান্তিতে বীর মুক্তিযোদ্ধারা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা 

প্রকাশিত : ১৩:৩৯, ৩ মার্চ ২০২১ | আপডেট: ১৩:৪১, ৩ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সমাজ সেবা কর্মকর্তার কার্যালয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক অনলাইন সার্ভার সমস্যার জন্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতাসহ বিভিন্ন তথ্য আপডেট হচ্ছে না। এতে করে ভোগান্তিতে পড়েছেন মুক্তিযোদ্ধারা। 

এ বিষয়ে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল্লাহ ভূইয়া বলেন, ‘অত্যান্ত দুঃখের সাথে মনের বেদনা নিয়ে জানাচ্ছি যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদেরকে  সম্মান এবং আর্থিক স্বচ্ছলতার সুযোগ প্রদানের পরেও অনলাইন সফটওয়ার সার্ভার জটিলতার কারণে মুক্তিযোদ্ধারা ভাতা উত্তোলনে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে।’

সরাইল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, ‘বীর মুক্তিযোদ্ধাদের তথ্য নিয়ে কাজ করা www.molwa.gov.bd ওয়েবসাইটের সার্ভার অত্যান্ত ধীর গতির। এই সাইটে গত বছরের জুলাই থেকেই সমস্য হচ্ছে। একজন মুক্তিযোদ্ধার তথ্য আপডেট করতে প্রায় ৭ দিন সময় লেগে যায়। এতে করে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতাসহ বিভিন্ন ধরনের ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি