ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

আজ নাটোরের ছাতনী গণহত্যা দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ৪ জুন ২০১৭

নাটোরের ছাতনী গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের ৪ জুন পাকিস্তানী বাহিনী ও তাদের দোসররা ছাতনীসহ আশপাশের প্রায় ১০টি গ্রামের অন্তত ৪শ’ মানুষকে হত্যা করে স্লুইস গেটের কাছে মাটিচাপা দেয়।
সেদিন ওই গ্রামগুলোর প্রায় প্রতিটি বাড়ীতে অগ্নিসংযোগ করা হয়; চালানো হয় গণধর্ষণ। নাটোর শহর থেকে ৩ কিলোমিটার পশ্চিমে ছাতনী গ্রামে মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আওয়ামী লীগ নেতা শংকর গোবিন্দ চৌধুরীর বাড়ি হওয়ায় হানাদার ও তাদের দোসর রাজাকার-আলবদরদের আক্রোশের শিকার হয়। স্বাধীনতার পর স্লুইস গেটের কাছে ১১ শতক জমির ওপর শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। প্রতি বছরের মতো এবারও শহীদদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি