ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাউফলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ২৩ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

পটুয়াখালীর বাউফলের ল্যাংড়া মুন্সিরপুল লাগোয়া দাসপাড়া গ্রাম থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূর নাম পলি আক্তার, তার বয়স ২৫।

সোমবার (২২ মার্চ) রাতে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় লোকেরা জানায়, সোমবার রাতে পারিবারিক কলহে পলির সঙ্গে কথা কাটাকাটি ও ঝগড়া হয় স্বামী মিলন প্যাদার। এরপর ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাচানো অবস্থায় ঝুলতে দেখা যায় তাকে। নাসরিন আক্তার (২৮) নামে মিলন প্যাদার আরও এক স্ত্রী রয়েছে।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি