ঢাকা, রবিবার   ০৯ নভেম্বর ২০২৫

সোনারগাঁয়ে সেতুর নিচে যুবকের লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪০, ২৫ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সেতুর নিচ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর তার লাশ এখানে ফেলে রাখা হয়েছে বলে পুলিশের ধারণা।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে বৈদ্যেরবাজর ইউনিয়নের খংসারদি সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্থানীয়রা সেতুর নিচে যুবকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, নিহত যুবকের পরিচয় সনাক্ত করা যায়নি। নিহতের গায়ে নীল রঙের টি শার্ট, জিন্সপ্যান্ট ও পায়ে কেডস ছিল। মুখে ছোট ছোট দাঁড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর তার লাশ এখানে ফেলে রাখা হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের জন্য কাজ করছে। যারা ঘটনার সাথে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি