ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

দল থেকে পদত্যাগের ঘোষণা মির্জা কাদেরের

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৩, ৩১ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদের। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই তিনি।

বুধবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘অতীতে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি তা রক্ষা করে আমি বিদায় নিতে চাই। আমি আর প্রশ্নবিদ্ধ হতে চাই না, এ জন্য আমি দল থেকে বিদায় নিচ্ছি। এতদিন আওয়ামী লীগের মির্জা ছিলাম, আজ থেকে আমি নেই। কোন শক্তি আমাকে আর আওয়ামী লীগের মির্জা বানাতে পারবে না।’

তবে, নিজের ঘোষিত উপজেলা আওয়ামী লীগের কমিটিকে দূর থেকে সহযোগিতা করবেন বলে জানান তিনি।
 
উল্লেখ্য, ২৭ বছর ধরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন কাদের মির্জা।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি