ঢাকা, রবিবার   ০৯ নভেম্বর ২০২৫

নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে দোহারে তৎপর প্রশাসন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪২, ৩১ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে ঢাকার দোহার উপজেলা প্রশাসন। আজ বুধবার বেলা ১২টায় উপজেলার জয়পাড়া বাজারে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

অভিযানে পণ্যের মূল্য তালিকা না থাকায় তিনটি মুদির দোকানকে আর্থিক জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেইসঙ্গে ব্যবসায়ীদের ভোজ্য তেল, চিনি, মসলা ইত্যাদি নিত্যপণ্য প্রয়োজনীয় তুলনায় অতিরিক্ত মজুদ না করা এবং অতিরিক্ত দাম না রাখার অনুরোধ করেন তিনি। অভিযানের সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, এ বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি