ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লঞ্চডুবির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৭, ৫ এপ্রিল ২০২১ | আপডেট: ০৯:৫৪, ৫ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে লঞ্চ ডুবির ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিট্রেটকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, লঞ্চ ডুবির ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিট্রেটকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতের পরিবারকে লাশ দাফন করার জন্য ২৫ হাজার টাকা দেয়া হবে। আহতদেরকে হাসপাতালে চিকিসা দেয়া হচ্ছে। সাঁতরে প্রায় ২০ জন তীরে উঠতে সক্ষম হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

রোববার সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ থেকে ৫০ জন যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় যাত্রীবাহী লঞ্চ এম ভি রাবিত আল হাসান। লঞ্চটি সোয়া ৬টার দিকে শীতলক্ষ্যার সৈয়দপুর কয়লা ঘাট এলাকায় পৌঁছলে এস কে থ্রি নামে লাইটার জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। এ পর্যন্ত ৫ নারী যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ উদ্ধারকারী ডুবুরী দল।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি