ঢাকা, রবিবার   ০৯ নভেম্বর ২০২৫

নলছিটিতে মাছ বিক্রি হবে ভ্যানগাড়িতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ১২ এপ্রিল ২০২১ | আপডেট: ১১:৫৭, ১২ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

ঝালকাঠির নলছিটিতে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রার্দুভাবের কারণে মাছ ক্রয় বিক্রয় সহজীকরণ ও করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলা মৎস্য অফিসের সহায়তায় ভ্রাম্যমাণ মৎস্য বাজার চালু করা হয়েছে। 

সোমবার (১২ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ মৎস্য বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি (অতি. দায়িত্ব) ও উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী এসএম সোয়েব। 

বেশ কয়েকটি ভ্যানগাড়িতে এ বাজার ক্রেতার দোরগোড়ায় পৌঁছে যাবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, পচনশীল মাছ ক্রয়ের জন্য সাধারণ জনগণকে বাজারে যেতে হয়, যার কারণে বিপুল লোকের সমাগম ঘটে, যা করোনাকালে বিপদজনক। এ বাজারের কারণে কিছুটা হলেও মানুষের উপকার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

করোনা পরিস্থিতিতে নলছিটি উপজেলার সকল স্তরের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার।

মাছ বিক্রেতা নান্নু সিকদার বলেন, করোনার জন্য মানুষ বাজারে কম আসে। তাই ভ্যানগাড়িতে বিক্রি করলে আমাদের রুটি রুজির ব্যবস্থা হবে। সেই সঙ্গে মানুষজনেরও স্বাস্থ্য ঝুঁকি কম হবে। ইউএনও স্যার আমাদের জন্য এ ব্যবস্থা করে দেয়ায় তার প্রতি কৃতজ্ঞ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি