ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বরিশালে লকডাউনের নির্দেশ মানা হচ্ছে না

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৪, ১৫ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

বরিশালে কঠিন লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি নির্দেশ যথাযথভাবে মানা হচ্ছে না। সর্বাত্বক লকডাউন কার্যকরে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী থাকলেও জরুরি প্রয়োজনের উছিলায় ঘর থেকে বের হচ্ছে মানুষ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে পুলিশ অনেকটা গাছাড়া ভাবেই যানবাহন চলাচলে বাধা দিচ্ছে। এমনকি না দেখার ভান করে ছেড়ে দিচ্ছে। অনেককে মাস্ক ছাড়াই নগরীতে ঘুরতে দেখা গেলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অধিকাংশ বিপনি বিতান বন্ধ থাকলেও কিছু কিছু দোকানপাট খোলা রয়েছে। 

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম জানান, নগরীর প্রবেশদ্বারে বিএমপির পক্ষ থেকে ৩টি চেক পোষ্ট বসানো হয়েছে। এছাড়া ৪ থানার পক্ষ থেকে অন্তত ১৫টি টহল টিম সরকারি বিধিনিষেধ মানা হচ্ছে কিনা তা তদারকি করছে। 
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি