ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সাতকানিয়ায় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের উদ্যোগে ইফতার বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ১৫ এপ্রিল ২০২১ | আপডেট: ১৭:৫৬, ১৫ এপ্রিল ২০২১

দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলমান লকডাউনে সাতকানিয়া- লোহাগাড়ায় ঘরবন্দী হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের উদ্যোগে প্রথম দফা ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেল ৩ টায় সাতকানিয়া উপজেলার বারদোনাস্থ আমিনুল ইসলামের গ্রামের বাড়ীতে বারদোনা এলাকার ২০০ হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। 

ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আমিনুল ইসলামের চাচা সমাজসেবক আলহাজ্ব নুরুল কবির, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস.এম আজিজ, সাতকানিয়া সদর ইউপি সদস্য সেলিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা নুরুল কবির, সাতকানিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিয়াবুল হক, ছাত্রলীগ নেতা মো : ফয়সাল, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা আ. ন. ম ইমরান, স্বেচ্ছাসেবক লীগ নেতা এরশাদুর রহমান ও জুনাঈদ প্রমুখ। 

এ সময় সাতকানিয়ার বারদোনা গ্রামের ২০০ ঘরবন্দী হতদরিদ্র প্রতি পরিবারকে ১৫ কেজি চাল, ২ কেজি চনা, ২ কেজি পিয়াজ, ১ কেজি সয়াবিন তৈল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি ও ১ কেজি মুড়ি সহ মোট ২৪ কেজি খাদ্যপণ্য বিতরণ করা হয়। 

এ প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন বলেন, দেশে দ্বিতীয় দফা করোনায় দিন দিন আক্রান্ত ও মৃত্যুর মিছিল বাড়ছে। করোনার সংক্রমণ মোকাবিলায় সরকার সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। চলমান এ লকডাউনে কর্মহীন হয়ে পড়া গ্রামের দিনমজুর, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলে মনে করি। তাই পবিত্র এ রমজানে প্রথম দফায় গ্রামের ২০০ হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করলাম। 

পর্যায়ক্রমে সাতকানিয়া-লোহাগাড়ার ঘরবন্দী হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

কেআই//এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি