ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩২, ১৬ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ছাদের উপর ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাইনুদ্দিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে পৌর এলাকার ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিন ফলবাড়িয়া এলাকার আলামীন মিয়ার ছেলে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে ছাদের ওপর ঘুড়ি উড়ানোর সময় মাইনুদ্দিনের ঘুড়িটি গাছের সঙ্গে আটকে যায়। পরে গাছ থেকে ঘুড়িটি আনতে গেলে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, হাসপাতালে থেকে জানতে পারি মাইনুদ্দিন নামের একটি শিশু বিদ্যূৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি