ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

কুড়িগ্রামে ধানের মূল্য কেজিতে ২৭, গম ২৮ টাকা নির্ধারণ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৭, ৫ মে ২০২১

কুড়িগ্রামে কৃষকদের কাছ থেকে বোরো ধান ও গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সরকারিভাবে ধানের মূল্য কেজিতে ২৭ টাকা এবং গমের মূল্য ২৮ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের সদর এলএসডি গোডাউনে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু। 

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হাসান, জেলা খাদ্য পরির্দশক পারভেজ হাসান, উপ-খাদ্য পরিদর্শক বাবলু মিয়া, সহকারি উপ-খাদ্য পরির্দশক জেসমিন আক্তার, মিল মালিক সমিতির সভাপতি মাহবুবার রহমান প্রমুখ।

কুড়িগ্রাম এলএসডি খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ১ হাজার ৫৫৩ মে. টন চাল ও ১০৫ মে. টন গম সংগ্রহের টার্গেট নির্ধারণ করা হয়েছে। প্রতিজন কৃষক সর্বোচ্চ ১ টন ধান বা গম সরবরাহ করতে পারবেন। 

আগামী ৭ মে থেকে চাল সংগ্রহ অভিযান শুরু করা হবে বলে জানানো হয়।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি