ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

আন্তঃজেলা বাস চালুর দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

জয়পুরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ০০:০১, ১৫ মে ২০২১ | আপডেট: ০০:০৬, ১৫ মে ২০২১

স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলা বাস চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে ঈদের দিনে অবস্থান কর্মসূচি পালন করেছে জয়পুরহাট জেলা  মটর শ্রমিক  ইউনিয়নের শ্রমিকরা। শুক্রবার বেলা ১১টায় শহরে কেন্দ্রীয় বাস টার্মিনাল  চত্বরের সামনে  অবস্থান কর্মসূচি পালন করেন তারা। 

এ সময় অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আনিছুর রহমান লিটন, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম. সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, রাশেদ আহম্মেদ  মিলন  প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে ঈদের সময় আন্তজেলা বাস চলাচলে নিষেধাজ্ঞায় এমন দুর্বিষহ দিন কখনোই আসেনি। আমরা সরকারকে বলেছিলাম, সংক্রমণ যাতে না বাড়ে, সে বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে গাড়ি এক জেলা থেকে অন্য জেলায় যাবে। সামাজিক দূরত্ব মানার বিষয়টিও নিশ্চিত করা হবে। কিন্তু সরকার আমাদের কথা শুনেনি। আমাদের আন্তজেলা গাড়িগুলো চালানোর অনুমতি দিলেন না। 

আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে তাই আবারও বাস চালানোর সুযোগ দেওয়ার দাবিতে ঈদের দিনে এই অবস্থান কর্মসূচি পালন করছি।
কেআই//


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি