ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

দৌলতদিয়া ফেরি ঘাটে ঢাকামুখী মানুষের চাপ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৯, ১৬ মে ২০২১

Ekushey Television Ltd.

ঈদ শেষে এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছে ঘরে ফেরা মানুষেরা। আজ রোববার সকাল থেকেই দৌলতদিয়া ফেরি ঘাটে বাড়তে শুরু করেছে ঢাকামুখী মানুষের চাপ। তবে নেই কোনও সামাজিক দূরত্ব, মানা হচ্ছে না ন্যুনতম স্বাস্থ‍্যবিধি। নেই প্রশাসনের নজরদারিও।

গণপরিবহন বন্ধ থাকায় তিন চাকার যানবাহনে ভেঙ্গে ভেঙ্গে ফেরি ঘাটে আসছে যাত্রীরা। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে ফেরি পারাপার হচ্ছে শত শত যাত্রী। নেই কোনও সামাজিক দূরত্ব, মানা হচ্ছে না ন্যুনতম স্বাস্থ‍্যবিধি। আবার অনেক যাত্রীর মুখে নেই কোনও মাস্ক। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি নিশ্চিতে ফেরিগুলোতে নেই প্রশাসনের নজরদারিও।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব‍্যবস্থাপক মোঃ মজিবর রহমান জানান, ‘দৌলতদিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় কোনও যানবাহন নেই। তবে সকাল থেকেই রয়েছে যাত্রীর চাপ।’ এই রুটে ছোট বড় মিলে ১৬টি চলাচল করছে বলেও জানান তিনি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি