ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

জয়পুরহাটে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ আটক ১৩

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৮, ২৩ মে ২০২১

জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় দুটি বাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অপরাধে  ৯ নারী ও ৪ পুরুষসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২২ মে) রাতে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার  অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান।

আটককৃতরা হলেন- শহরের নতুনহাট শেখপাড়া মহল্লার খোকন মিয়ার স্ত্রী হনুফা খাতুন (৩৫), মৃত আবু তাহেরের স্ত্রী মালেকা খাতুন (৪৮), মন্টু মিয়ার ছেলে আসলাম হোসেন (৩২), সুখনগর মহল্লার আব্দুর রশীদের মেয়ে টুম্পা খাতুন (২২), নওগাঁর বদলগাছী উপজেলার গোয়াল ভিটা গ্রামে মৃত আজিজুল হকের ছেলে আবু মুসা (২০), আদাইপুর গ্রামের কমলের স্ত্রী রীতা রানী (৩৮)।

এছাড়া আক্কেলপুর উপজেলার শান্তনগর মহল্লার আব্দুল মালেকের স্ত্রী বৈশাখী খাতুন (২২), বাবু আক্তারের স্ত্রী শিল্পী খাতুন (২৬), কালাইয়ের নান্দাইল গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে আব্রাহিম (৪৫), তোফাজ্জল হোসেনের ছেলে মামুন (৩৫), শেখপাড়া মহল্লার শাহাজানের স্ত্রী রোজি (৩০), ক্ষেতলাল উপজেলার কুসুমপুর গ্রামের মোকলেছের মেয়ে মোমেনা খাতুন (৩২) ও কালাই উপজেলার উদয়পুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী রোজিনা (২৬)।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, আটককৃত রোজি ও মালেকা তাদের নিজ বাড়িতে জেলার এবং জেলার বাহিরে থেকে সুন্দরী নারীদের নিয়ে এসে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকের ব্যবসা  চালিয়ে আসছিলেন। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদেরকে রাতে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি