ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

লেবানন গেলেন বাংলাদেশ নৌ বাহিনীর ১৩৫ সদস্যের একটি দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ১৩ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৮, ১৩ জুন ২০১৭

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবানন গেলেন বাংলাদেশ নৌ বাহিনীর ১৩৫ সদস্যের একটি দল।
রাতে চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে নৌ সদস্যদের বিদায় দেন বানৌজা ঈশা খানের অধিনায়ক কমডোর এম মুসা। এসময় তিনি লেবাননগামী নৌসদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সাথে কাজ করে দেশের ভাবমূর্তি সমুন্নত করার আহবান জানান। অনুষ্ঠানে মিশনে যাওয়া নৌসদস্যদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। নৌসদস্যরা লেবাননে নৌবাহিনী জাহাজ ‘আলী হায়দার’ ও ‘নির্মূলে’ যোগদান করবেন। আগামী ২২ জুন নৌসদস্যের দ্বিতীয় দলটি লেবাননের উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়ার কথা রয়েছে।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি