ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেনীতে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায় (ভিডিও)

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৪, ৭ জুন ২০২১

Ekushey Television Ltd.

ফেনীতে নিয়মনীতির তোয়াক্কা না করে অবাধে কাটা হচ্ছে ফসলি জমির মাটি। আর তা কিনে নিচ্ছে ইটভাটাগুলো। নতুন বাড়ি নির্মাণ বা সংস্কারেও ব্যবহার হচ্ছে এই মাটি। উপরিভাগের মাটি কেটে নেয়ায় উর্বরাশক্তি হারাচ্ছে কৃষি জমি। এদিকে, মাটি রক্ষায় অভিযানের কথা জানিয়েছে জেলা প্রশাসন।

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে-রাতে এভাবে দেদারসে কাটা হচ্ছে কৃষি জমির উপরিভাগের মাটি।

স্থানীয়রা জানান, অর্থলোভে কেউ মাটি বিক্রি করে দিলে, লেভেল ঠিক রাখতে পাশের জমির মাটিও দিয়ে দিতে হচ্ছে। এছাড়া টিলা কেটেও মাটি চুরির ঘটনা ঘটছে। এদিকে, অধিক হারে মাটি বহনকারী ট্রাক চলাচলের কারণে খানাখন্দ সৃষ্টি হয়ে বেহাল দশা গ্রামীণ সড়কের।

স্থানীয়রা জানান, বিগত ৪-৫ বছর থেকে নিচ্ছে মাটি। কে নিচ্ছে, কারা বিক্রি করছে এগুলোর উত্তর কারোর কাছেই নেই। মাঝে মধ্যে প্রশাসনের লোক আসে কিন্তু এটার কোন সদুত্তর আমরা পাই না। 

কৃষি জমির মাটি রক্ষায় অভিযান অব্যাহত আছে বলে জানায় জেলা প্রশাসন।

ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ফসলী জমির কোন মাটি তারা কাটতে পারবে না। এটা নিয়ে একাধিকবার বৈঠক করেছি। তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরা সবাই তৎপর রয়েছি।

ফেনী জেলায় অনুমোদিত একশ’ দুটি ইটভাটায় বছরে দেড় কোটি টন মাটি ব্যবহার হচ্ছে।

ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি