ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

রাজবাড়ীতে ধূমপান ত্যাগের শপথ ও খাদ্য বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৩, ৭ জুন ২০২১

‘মুজিববর্ষের অঙ্গীকার তামাক ও ধূমপান করবো পরিহার’- এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে রাজবাড়ীতে। এ উপলক্ষে পরিবহন শ্রমিকদেরকে ধূমপান ত্যাগের শপথ বাক্য পাঠ করানো হয়। পরে এদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ জুন) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের মুক্ত মঞ্চে ধূমপায়ী ৫১ জনকে ধূমপান না করার শপথ বাক্য পাঠ করান রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। 

এ সময় রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক সরকার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ, সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি