ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

রাঙ্গামাটিতে উদ্ধার অভিযান সমাপ্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ১৭ জুন ২০১৭

পাহাড় ধসের ঘটনায় রাঙ্গামাটিতে উদ্ধার অভিযান সমাপ্ত হলেও নিখোঁজের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পেলে তৎপরতা চলবে বলে জানিয়েছে প্রশাসন।
রাঙামাটির জোড়াছড়ির আদিয়াত ছড়া এলাকা থেকে পাহাড়ী ঢলে ভেসে আসা ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা পাহাড় ধসে নিহত হয়েছে কি-না, সেব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি প্রশাসন। এর আগে, শুক্রবার পর্যন্ত চার জেলায় মোট একশ’ ৫১ জনের মৃতদেহ উদ্ধার হয়। এদিকে, পাহাড় ধসের কারণে অচল হয়ে পড়া রাঙ্গমাটি-চট্টগ্রাম ও রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক এখনো স্বাভাবিক হয়নি। সড়কগুলো সংস্কারে কাজ চলছে। তবে, বিকল্প হিসেবে রাঙ্গামাটি থেকে কাপ্তাই পর্যন্ত রুটে নৌযান বাড়ানো হয়েছে। সেখান থেকে চট্টগ্রামে যাতায়াত করছে বাসিন্দারা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি