আশুগঞ্জে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই
প্রকাশিত : ১৪:৫৭, ২২ জুন ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শফিকুল ইসলাম (৩০) নামের এক অটোচালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে যাত্রীবেশি ছিনতাইকারীরা। সোমবার রাতে উপজেলার শালুকপাড়া-চিলেকুট সড়কে এ ঘটনা ঘটে।
আহত শফিকুল জানায়, প্রতিদিনের মত সে অটোরিকশা নিয়ে বের হয়। তাদের বাড়ির কাছ থেকে কয়েকজন যাত্রী রিজার্ভ নিয়ে সদর উপজেলার চিলেকুট রওনা হন। শালুকপাড়া-চিলেকুট সড়কের মধ্যপথে গিয়ে ওই যাত্রীরা তাকে গলায় ধারালো অস্ত্র ধরে। পরে ছুরিকাঘাত করে তার অটোরিকশাটি নিয়ে যায়। অটোরিকশাটি ছিল তার আয়ের একমাত্র মাধ্যম।
পরিবারের লোকেরা জানান, গুরুতর আহত অবস্থায় শফিকুলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন ভর্তি করান।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অটোরিকশা চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোঁজ নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এএইচ/
আরও পড়ুন










