ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

দৌলতদিয়ায় অবাধে চলছে ফেরি পারাপার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১০:২১, ২৩ জুন ২০২১

রাজবাড়ীতে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে দৌলতদিয়ায় অবাধে ফেরি পারাপার চলছে। যদিও লকডাউনে শুধু রোগীবাহী এ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক ছাড়া সব ধরনের যানবাহন পারাপার বন্ধ রাখার কথা। কিন্তু ব্যক্তিগত প্রাইভেটকার, মাইক্রোবাস ও সাধারণ যাত্রী পার হতে দেখা গেছে। তবে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল।

বুধবার (২৩ জুন) সকালে লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি কাউকেই। বেশির ভাগ যাত্রীদের মাস্ক পরিধান থেকে বিরত থাকতে দেখা গেছে। 

এদিকে, মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচলের উপর বিধিনিষেধ থাকলেও লকডাউনের দ্বিতীয় দিনে রাজবাড়ীতে অবাধে মাহেন্দ্র, ইজিবাইক, প্রাইভেটকার, মাইক্রোসহ বিভিন্ন ধরনের ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানান, আজ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে। এই ফেরিগুলোতে শুধু পণ্যবাহী ট্রাক ও রোগীবাহী এ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। কিন্তু বিশেষ কারণে কিছু কিছু ব্যক্তিগত প্রাইভেটকার পারাপার করা হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি