ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

বরিশালে কারামুক্তিদের জন্য চাকরির ব্যবস্থা

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৫, ২৪ জুন ২০২১

Ekushey Television Ltd.

বরিশালে কারমুক্তিদের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে চাকরির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অস্বচ্ছল কারামুক্তিদের মাঝে সেলাই মেশিন এবং ভ্যানগাড়ি বিতরণ করেছে সমাজ সেবা অধিদপ্তরের অপরাধ সংশধন ও পুর্নবাসন সমিতি। 

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের তত্ত্বাবধানে জেলখানা চত্বরে অস্বচ্ছল কারামুক্তিদের মধ্যে এগুলো বিতরণ করা হয়। 

এ সময় সিনিয়র জেল সুপার প্রশান্ত বনিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম রায়, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস এবং জেল কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। 

জেলা সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, কারামুক্তিদের মধ্যে রয়েছে ২৬ বছর কারাভোগকারী হত্যা মামলার আসামি পেয়ারা বেগম, মাদকের মামলায় ফাতেমা ও আয়সা বেগম এবং চুরির মামলায় ৭ মাস কারাভোগকারী আব্দুর রহমান। 

বিসিকের রিনা কটেজ ফার্মে এদের জন্য চাকরির ব্যবস্থা করে জেলা প্রশাসক। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি