ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

তিন কোটি টাকা মূল্যের বিষ্ণু মূর্তিসহ আটক ৩

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৩৫, ২৫ জুন ২০২১

Ekushey Television Ltd.

জয়পুরহাট সদর উপজেলার চকপাহুনন্দা গ্রাম থেকে আড়াই কেজি ওজনের কষ্টিপাথরের একটি গণেশ মূর্তিসহ এক নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত গণেশ মূর্তিটির মূল্য ৩ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- নওগাঁর ধামইরহাটের শিকরামপুর গ্রামের হাসিবুলের স্ত্রী ঝর্ণা বেগম, পত্নীতলা উপজেলার খন্দইল গ্রামের চায়নার ছেলে মমিনুল ইসলাম ও শামসুজ্জোহা।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান জানান, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা চকপাহনন্দা গ্রামের সীমান্ত দিয়ে মূর্তিটি ভারতে পাচারের চেষ্টা করছিল। সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে মুর্তিসহ তাদেরকে আটক করে। মূর্তিটি তারা স্থানীয় স্বর্ণকার ও বাজারে পরীক্ষা করছিল। 

মূর্তিটির মূল্য প্রায় ৩ কোটি টাকা হতে পারে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া মূর্তিটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি আলমগীর।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি