ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বরিশালে চলছে লকডাউন, মৃত্যু ৭

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩০, ২৮ জুন ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ সকাল থেকে সারাদেশে চলছে সীমিত পরিসরে লকডাউন। বরিশালের সকল রুটে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত সব গণপরিবহন বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল করছে। এদিকে করোনা উপসর্গে শেবাচিম হাসপাতালে ৫ ও পটুয়াখালীতে ২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫ জনের এবং পটুয়াখালী জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩শ’ ছাড়িয়েছে।

একই সময়ে গোটা বরিশাল বিভাগে নতুন করে ১৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিলো দেড়শ’। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ১৯৯ জনে। 

এদিকে, সীমিত লকডাউনের প্রথম দিনে নানা দুর্ভোগ আর অতিরিক্ত ভাড়া গুণতে হয়েছে অফিসগামী মানুষের। তারা রিকশা, রাইড শেয়ারিং মোটরসাইকেলে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি