ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গায় করোনায় আরও ৬ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৪, ২৯ জুন ২০২১

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ৬ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন এবং উপসর্গ নিয়ে ৪ জন মারা যান। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ জনে। একই সময়ে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৯৯ জন।

সোমবার (২৮ জুন) গভীর রাতে ৩০৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। তাতে ৯৯ জন করোনায় পজিটিভ হয়েছেন। শনাক্তের হার ৩২ দশমিক ২৪ শতাংশ। যা রোববার ছিলো ৩৭ দশমিক ৩৩ শতাংশ। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের শওকত আলীর ছেলে ফকির মোহাম্মদ (৮০), দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের মৃত মিরাজুল ইসলামের ছেলে আকবর আলী (৪৪)। 

করোনা উপসর্গ নিয়ে ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান- আলমডাঙ্গা উপজেলার হায়দার আলী (৭২), দামুড়হুদা উপজেলার ফাতেমা বেগম (৬৫) ও মনির হোসেন (৫২)। সদর উপজেলার টিটু (৫১)। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ্ আকরাম জানান, জেলায় ৩০৭ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জন করোনা শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত ৯৯ জনের মধ্যে সদর উপজেলায় ৩৭ জন, আলমডাঙ্গা উপজেলায় ১৩ জন, দামুড়হুদা উপজেলায় ১৩ জন ও জীবননগর উপজেলায় ৩৬ জন রয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ২৪ শতাংশ।

এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ২৬৬। এর মধ্যে নতুন ১১ জনসহ মোট সুস্থ হয়েছেন দুই হাজার ১৭৩ জন। মারা গেছেন ৯৮ জন। 

বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯৯২। এর মধ্যে হোম আইসোলেশনে আছেন ৯৩১ জন, হাসপাতালে ভর্তি আছেন ৬১ জন।

এদিকে, করোনাভাইরাস সংক্রমণের হার উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গা পৌর এলাকা, আলুকদিয়া ইউনিয়ন, দামুড়হুদা এবং জীবননগর উপজেলায় লকডাউন চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি