ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

লকডাউনে মাদারীপুরে জীবনযাত্রা স্বাভাবিক, শনাক্ত ৩৩

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৩, ২৯ জুন ২০২১

Ekushey Television Ltd.

লকডাউনের দ্বিতীয় দিনেও মাদারীপুরে জনসাধারণের মধ্যে লকডাউন মানার তেমন কোন আগ্রহ দেখা যায়নি। স্বাভাবিকভাবেই চলাফেরা করছে মানুষ। স্বাস্থ্যবিধি না মেনেই ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান, ইজিবাইক, নসিমন, প্রাইভেটকার, মাইক্রোবাস যাত্রী নিয়ে চলাচল করছে। জেলায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ৩৩ জন।

মঙ্গলবার (২৯ জুন) সকাল থেকেই বাংলাবাজার ঘাটে ঢাকামুখী মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। অপরদিকে শিমুলিয়া থেকে ফেরি পার হচ্ছে শত শত মানুষ। 

এসব যাত্রীরা বাংলাবাজার ঘাটে নেমে ছোট ছোট যানবাহনে ৩ থেকে ৪ গুণ বেশি ভাড়া দিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাচ্ছে। রিক্সা ছাড়া অন্য কোন যাত্রীবাহী যানবাহন চলার কথা না থাকলেও পুলিশের নমনীয়তায় ছোট ছোট বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে।

তবে যাত্রীবাহী দূরপাল্লার বাস, লঞ্চ, স্পীডবোট বন্ধ রয়েছে। জরুরি সেবার যানবাহন নিয়ে এ রুটি ফেরি চলাচল করছে।

গত ২৪ ঘন্টায় মাদারীপুরে ১১৫ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জন করোনাভাইরাসে পজিটিভ হয়েছেন। সংক্রমণের হার ২৮.৬৯ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন ২ হাজার ৭শ’ ৮১ জন। হাসপাতালের আইসোলেশনে আছেন ১২ জন এবং বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি