ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলে একদিনে করোনায় আক্রান্ত ১৯৩ জন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৭, ২৯ জুন ২০২১

টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৯৩ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৪৪ দশমিক ১৬ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী ৭ হাজার ৩৮৭ জন। এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০৮ জনের।

মঙ্গলবার (২৯ জুন) সকালে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ৪৩৭টি নমুনা পরীক্ষায় ১৯৩ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।

আজ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪ জন। এ নিয়ে সারা জেলায় মোট ভর্তি আছেন ৪৫৭ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে ৬ জন, আর জেনারেল বেডে ২২ জন। 

জেলার হাসপাতালগুলোতে আইসোলেশনে আছেন ৫১ জন। রোগীদের মধ্যে নতুন সুস্থ্য হয়েছেন ৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ্য হলেন ৪ হাজার ৬৩৬ জন।  

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি