ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

লকডাউন: ব্রাহ্মণবাড়িয়ায় ৩৪৫ ব্যক্তিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৫, ৫ জুলাই ২০২১

করোনার সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় পঞ্চম দিনের লকডাউন চলছে। এ সময়ে স্বাস্থ্যবিধি অমান্য এবং অহেতুক বাইরে ঘুরাফেরা করায় ৩৪৫ জন ব্যক্তিকে ১ লাখ ৯৬ হাজার ১শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (৫ জুলাই) সকাল থেকেই বন্ধ রয়েছে গণপরিবহন, শপিং কমপ্লেক্স, মার্কেটসহ বিভিন্ন দোকান পাট। জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ খোলা রয়েছে। সড়কে পণ্যবাহী ট্রাকসহ ছোট আকারের যানবাহন চলাচল করছে। তবে লকডাউনের পঞ্চম দিনে শহরে সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা বেড়েছে। 

এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশানের ৩৩টি ভ্রাম্যমাণ আদালত জেলার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছে। রোববার বিকেল থেকে সোমবার দুপুর পর্যন্ত স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং অহেতুক বাইরে ঘুরাফেরা করায় ৩৪৫ জন ব্যক্তিকে ১ লাখ ৯৬ হাজার ১শ’ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসহ অলিগলিতে টহল দিচ্ছে। 

জেলা প্রশাসন জানিয়েছে, করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি