ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

স্বাস্থ্যবিধি না মানায় জয়পুরহাটে ৬৩ জনকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৬, ৭ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

কঠোর লকডাউন অমান্য করে বাইরে ঘোরাফেরা করার দায়ে ৬৩ জনকে ৩৮ হাজার ৪শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জুলাই) রাতে  এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন।

তিনি বলেন, করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন নিশ্চিতে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসনের নেতৃত্বে ১৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন বলেন, বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভিন্ন অভিযোগে ৬৩ জনকে ৩৮ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি