গাজীপুরের আমবাগ  নামাপাড়া এলাকায় বিল থেকে  অজ্ঞাত দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। নিহত ২ জনই পুরুষ।  কোনাবাড়ী মেট্রো পলিটন থানার  অফিসার ইনচার্জ মো. আবু  সিদ্দিক জানান, আমবাগ নামাপাড়া এলাকায় বিলের পানিতে  দুটি মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ  দুটি উদ্ধার করে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, কয়েক দিন  আগে তাদের মৃত্যু হয়েছে। তবে  ময়নাতদন্তের পর  মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  কেআই//