ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ফরিদপুরে করোনায় আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০০, ৮ জুলাই ২০২১

ফরিদপুরে উদ্বেগজনক হারে বেড়েছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় পজিটিভ শনাক্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ১৭৪ জনের। মৃত্যু ও শনাক্তের সংখ্যা এ পর্যন্ত জেলায় সর্বোচ্চ। 

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান। শনাক্তের হার ৪৫ দশমিক ৮১ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গ নিয়ে আরও ৬ জন মারা যান। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩০৫ জন।

এদিকে, লকডাউনের ৮ম দিন আজ বৃহস্পতিবার সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে সড়কে অনেক যানবাহনকে চলাচল করতে দেখা গেছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি