ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় মার্মা তরুণীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করল কোয়ান্টাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২২, ১০ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

সারাদেশে করোনায় মৃতদের দাফন সেবা দিয়ে যাচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন। তার ই ধারাবাহিকতায় মৃত মার্মা তরুণীর অন্ত্যেষ্টিক্রিয়া  সম্পন্ন করলো কোয়ান্টাম।

শনিবার (১০ জুলাই) সকাল নয়টায় করোনায় মৃত মার্মা তরুণীর মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যে বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোয়ান্টাম স্বেচ্ছা দাফন কার্যক্রমে ফোন আসে। খবর পেয়ে সাথে সাথে লামা কোয়ান্টামের মহিলা দাফন টিম রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে। সেখানে তারা স্বাস্থ্যবিধি অনুসরণ করে তরুণীর লাশ জীবাণুমুক্ত করেন। তারপর নদীপথে নৌকায় করে রূপসী পাড়া ইউনিয়নে মংপ্রু পাড়ায় নিয়ে যান। সেখানে মৃতের স্বজনদের উপস্থিতিতে কোয়ান্টাম স্বেচ্ছাসেবী দল পূর্ণ ধর্মীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন।

কোয়ান্টাম জানায়, মাত্র ১৭ বছর বয়সে ম্যালেরিয়া ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন উর্মানু মার্মা। উল্লেখ্য, রূপসী পাড়া ইউনিয়নে একমাস আগে কোয়ান্টাম স্বেচ্ছা দাফন কার্যক্রমের লামার স্বেচ্ছাসেবী দল করোনায় মৃত এক মহিলার লাশ দাফন করেন।

কেআই/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি