ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীর করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৬, ১১ জুলাই ২০২১ | আপডেট: ১১:২৭, ১১ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনায় পজিটিভি ছিলেন ৬ জন এবং উপসর্গ নিয়ে ১১ জন মারা যান। আর নেগেটিভ হওয়ার পর মৃত্যু হয়েছে ২ জনের। এদিকে বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই কমেছে, বর্তমানে শনাক্তের হার ১০ দশমিক ৬৩ শতাংশ।

রোববার (১১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৯, নাটোরের ৬, পাবনা ১, নওগাঁ ২ ও কুষ্টিয়ার একজন করে আছেন। 

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন করে ভর্তি হয়েছেন ৭৪ জন। বর্তমানে রামেক হাসপাতালের ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫১৮ জন।

রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে ২৮২টি নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। শনাক্তের হার ১০ দশমিক ৬৩ শতাংশ।

প্রসঙ্গত, গত জুন মাসে রামেকের করোনা ইউনিটে ৪০৫ জনের মৃত্যু হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি