ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

লকডাউন অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়ায় ১৯০ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৪, ১২ জুলাই ২০২১ | আপডেট: ১৯:৫৬, ১২ জুলাই ২০২১

চলমান করোনা সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেল থেকে সোমবার পর্যন্ত জেলা প্রশাসনের বেশ কয়েকটি ভ্রাম্যমান আদালত জেলা সদরসহ উপজেলাগুলোর বিভিন্ন মার্কেট, হাট-বাজার, সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালায়। 

এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং অহেতুক বাইরে ঘুরাফেরা করায় ১০৯ জন ব্যক্তিকে ১ লাখ ১১ হাজার ১'শ টাকা জরিমানা করা হয়। 

জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ ভঙ্গের অপরাধে ১০৯ জন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির প্রয়াস অব্যাহত রয়েছে। করোনার সংক্রমণ রোধে লকডাউন প্রতিপালনে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
কেআই//  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি