ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে তিনজনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৮, ১৯ জুলাই ২০২১

নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (১৯ জুলাই) দুপুরে পৃথক পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার অধিকাংশ এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি সাথে বজ্রপাত সংঘটিত হয়। এতে উপজেলার উমার ইউনিয়নের উমর দক্ষিণপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে আব্দুর রশীদ (৫৯) বাড়ীর উত্তর মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়। 

এছাড়া একই সময় ধামইরহাট ইউনিয়নের আলতাদিঘী গ্রামের খায়রুল ইসলামের ছেলে রাসেল মাহমুদ (৩১) তার নিজ জমিতে কৃষি কাজ করা অবস্থায় এবং জগদল গ্রামের হেলাল হোসেন এর মেয়ে বৃষ্টি খাতুন (১৫) মাঠ থেকে গরু নিয়ে বাড়ী ফেরার পথে বজ্রপাতে মারা যায়। রাসেল মাহমুদ ও বৃষ্টি খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। 

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষে থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরী অন্তর্ভূক্ত করা হয়েছে। 

আরকে//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি